লিকলিকে ওই লাউডগাটার মতো
আমরা দুজন বাড়িয়েছিলাম হাত
রোদ ছড়ানো শীতের দিনের মতোই
কাটিয়েছি ওম জড়ানো রাত।


এখন কারো কেউ রাখি না খোঁজ
যাচ্ছি কেবল এক পা দু পা দূরে
চলছে বেড়ে বুকের ব্যবধান
বস্তি পোড়ার বহ্নি ভেতর জুড়ে।


অবাধ্য সেই আবেগগুলো আজ
মরছে কেন নাই কারো নাই জানা
প্রেমহীনতার প্রাচীর তুলে পথে
যে যার মতো গুটাচ্ছি হাতখানা।


কন্ট্রোলে নাই কারো ইমোশন
মন তবু দেয় মনসেতারে টান
পরিযায়ী পাখির মতো এসে
ঘুম কেড়ে নেয় উষ্ণ চুমুর ঘ্রাণ।
১৯-১২-২০২৩