তোমার চুলের মেথির সুবাস তুলে রাখি স্মৃতির কৌটায়
অপুষ্পক উদ্যানে সৌরভ ছড়ানোর অমল আশায়...


চুম্বনের স্বাদ ধরে রাখি শুষ্ক ঠোঁটে
অশোক অধর নিবিরকালে লেহন লোভে...


জোনাক পোকার মৃদু আলো ভরা আছে হৃদয় ঘরে
অন্ধকারে জ্বালবে আলো চোখের পরে...


স্বচ্ছ জলে টইটুম্বুর চোখের নদী তোমার ছোঁয়ায়
পদ্মকলি ফোটে যদি এই কামনায় বয়ে চলে নিরবধি...


ঘাসের ডগায় রোজ মেখে যাই চকচকে রোদ
ঝলকে ওঠার প্রত্যাশাতে প্রেমের বারুদ...


আগলে রাখি যমুনার তীর, রাধার নাচন দেখে দেখে মুগ্ধ হবো
সন্ধ্যা হলে ডাহুক ডাকার ছন্দ তুলে মোহন কথার সুর ছড়াবো...


গলায় তোমার পরিয়ে দেবো বৈচি ফলের শোভন মালা
উগরে দেবো বুকে জমা জন্মান্তরের বিষের জ্বালা...


জ্যোৎস্নাজলা মধ্য নিশিথ নিয়ম ভেঙে ঢেলে দেবো তোমার বুকে
দেখে নেবো এবার কেমন গড়তে পারো
মোহন জীবন মর্ত্যলোকে...


এবার ফিরে আসো যদি অভিমানী হরিদাসী
বলে দেবো সাড়ম্বরে তোমায় কতই
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
৪-১০-২০১৯