বেদনার বালিহাঁস ঝাঁকবেঁধে আসে, জলহীন ভাবনার বিলে
দুর্ভিক্ষের স্কেচ আঁকে মানচিত্রে প্রতিদিন, শিয়াল শকুনে মিলে।


ক্রাচে ভর দিয়ে হাঁটে অর্থনীতি, কফিন ভরেছে বোধের কংকালে
ডুকরে কাঁদছে মানবতা, মুদ্রার বদলে মৃত্যু জমে ভিখারির থালে।


অভিধান ঘেটে ভয়ার্ত চোখেরা খোঁজে, স্বাধীনতার প্রকৃত মানে
বুলেটের ভয়ে অভিধানও খোলে না, তার পাতা কোনোখানে।


যকৃতে জমিনে দৈন্যের কামড়, দলবদ্ধ দানবীয় রাহুর ভ্রুকুটি
মগজে মগজে চেতনার মহামারি, ভালোবাসাবাসি, হৃদয় দিয়েছে ছুটি।


মরুভূমি ঠোঁট, এখানে দেয় না কেউ প্রতীতির জলসেচ
চলছে চরম নীতি আর দুর্নীতির প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ।


দুরাশার রাত ফুরায়ে এখানে, ছড়াক ভোরের, রোদ্দুরের কণা
শুদ্ধতার অভিযানে, গুটাক উদ্যত নাগিনীর, ধ্বংসাত্মক ফণা।


আনন্দ উচ্ছ্বাসে ভরুক হৃদয়, ভয়ের বৃত্তান্ত পড়া হোক শেষ
এখানে তুলুক মাথা সগৌরবে, আমার প্রাণের বাংলাদেশ।
১৯-১২-২০২২