ম ম জামান


ফাগুন মাসে আমার গাছে যখন ছিলো
রসে ভরা কুল
কুল খেতো আর এ ডাল ও ডাল ওড়ে ওড়ে
পুচ্ছটাকে উচ্চ করে
মনের সুখে নাচতো যে এক সুদর্শী বুলবুল।


ফাগুন গিয়ে আসলো যখন চৈতের ভীষণ খরা
আর আসে না আর নাচে না
সুসময়ের বুলবুলিটা মাথায় টোপর পরা।


আমার শ্রমের ফসল খেয়ে সুযোগ পেয়ে
যেই গজালো নতুন শোভন পাখা
খুঁজে নিলো লজ্জা ভুলে অন্য গাছের শাখা।


খুব বেইমানি করতে যে তার হৃদয়খানি
টললো না একচুল
পর কখনও হয় না আপন বুঝিনি তা
সেটাই ছিলো জীবনে এক মস্ত বড় ভুল।


ভুলের বৃত্তে আটকা পড়ে চিত্তে আমার
নিত্য জ্বলে অগ্নিদহন জ্বালা
ভেজা আঁখি পেতে রাখি দেখতে এবার
তার দহনের তরুণ করুণ পালা।
১৯-৫-২০১৯