মৃত্যু পথেরযাত্রী তরা ভয় কি পাষাণ ওরে,
ওঠরে তরা ভাঙরে শিকল অসীম হুংকারে।
আজ বইছে নদী  রক্তলাল পুকুর ভরা লাঁশ,
কবর ফুঁড়ে, শশান ছেড়ে আয়রে ছিঁড়ে ফাঁশ।
মিছিল করি শ্লোগান দিয়ে লাশে ভরি মাঠ,
মুক্ত করি অন্ধ জীবন  হানি এমন ঘাত।
দারিদ্রতা উপচে দিয়ে টাকায় গড়ে পাহার,
চোখের সামনে ছোট্টশিশু পায়না দুটি আহার।
আধার  নামে ধরায় যেন আনে মৃত্যু ফাঁদ,
আবার তরা ভুলেও যেন নেসনে বাঁচার সাধ।
স্বাধীন নামের ভন্ডামি আজ ভরে গেছে হায়!
সত্যি কিরে স্বাধীন  ওরা জরিয়ে  শিকল পায়?
অসীম  আজি ভুলের বুজা বইতে নারি আর,
হাসবে কবে ভোরের আলো ইষান কোনের পার?
লাল পাহাড়ের মাথায় আজি রক্ত রবির স্রাদ,
নিজে বেঁচে দেশকে বাঁচাও ক্ষমে অপরাধ।