হারানো আলোয় আঁধার নামিলে
জোনাকির ভিড়,
প্রদীপ শীখায় মুক্তো হয়ে ঝরে
পরে আঁখি নীর।
যত্নে মোড়া স্মৃতির পাতা খুলে
আজি একা,
খুজে ফিরি ছায়া যার,
প্রাণের স্পন্দনে দেখা মিলে তার।
তারা গুনে রাত কাটে ভেবে সেই সুখ,
এমনি আঁধারে কতনা যতনে
আঁচলে ঢেকেছ মুখ!
মনের খেয়ালে কত অভিমানে
কেড়েছ আমার মন।
শত অনুনয় শত অনুরুধে খুলেছ
তব আঁখি পাতা,
তাই দেখে ভুলেছি আমার
সারা জনমের ব্যথা।
আজিকার রাত কাটিছে আমার
নির্জনতায় ভরা,
সাথী মোর স্মৃতি আর
দারে বাতাসের কড়া নাড়া।
হঠাৎ বাজিল কানেতে আমার
নুপুরের ধ্বনি,
ফিরে দেখি কিছু নয়
শুধু মনের হয়রানি।
কষ্টের রাত আজ ভোর হয়
কেঁদে কেঁদে,
যে গেছে হারায়ে ফিরে না আবার
যৌবন উন্মাদে।
ভোরের আলো চোখে লেগে
মনে আনে খেদ,
ছায়াছবি হইয়ে ভেসে
মনে কাটে ছেদ।
কেটেছে প্রহর রুদ্র মুখর
ঘামে ভেজা চৈত্রের বেলা
আমের ছায়ায় বসেগো দুজন
দেখেছি শালিকের মেলা।
হেসে তুমি কুটিকুটি
সরল সে হাসি
সেই স্মৃতি মনে পরে
বাজে বুকে করুণ বাঁশি।