অবাস্তব সব, আজগুবি গল্পের ছড়াছড়ি,
কুৎসিত বিদ্রূপ যেন জোর করে শুরশুরি।
হাতে তার কাঁধে রাত  আধারের ব্যঞ্জনা,
বুকে পূষে অনেক না দেখা স্মৃতির যন্ত্রণা।
ধুলায় এঁকে বিবর্ণ পৃথিবীর সুখ সবটুকু,
মা'য়ের বুকে ঘুমায় যত্নে শিশু এতটুকু।
তারা তার সাথী হইয়ে দেয় পাহারা,
বুঝেনা তো কি যে কষ্ট কেড়ে নেয় যারা।
আপনার গেলে বুঝি কি যে হারাল ধন,
অন্যের চোখে দুঃখ দেখে কাঁদে কি মন?
শাসন যন্ত্রের কাছে মানুষ অসহায় ভীত,
সভ্যতা আজি অসভ্য মুখে বুলি যতশত।
সার্থের কাছে হার মানে সজনের  আশা,
ঝরে যায় মুকুলেই জীবনের ভালবাসা।
হারাক সবই, হারাক আমার লেখার ভাষা
তবু বেচে থাক তুমি পৃথিবী  নিয়ে হতাশা।