সবুজ ঘাসের প্রতিবাদ কাঁধে নিয়ে রোদ,
অসঙ্খ শালিকের চিৎকার আনে বোধ।
সাঁঝবাতি নিভে গেলে ভরে উঠে নগ্নতা,
মনের কুঠরে হানে নিদারুণ  ব্যথা।
তুষার ঝরে যায় মনের খেয়ালি বায়
মেঘ ঠাই খুজে কালবৈশাখীর পায়।
পিচাশের পৃথিবীতে মানুষ নামের কিট,
চিৎকার করে শেষহোক নিয়তির প্রিত
যত পায় তত চায় অসহায় হয়ে সুখ,
লাথি মেরে চলে যায় ভেঙে প্রাপ্তির বুক।