প্রাচীর ঘেরা শাসন  কারা,
শিকলহীনে বন্ধী ওরা,
ভুলেছে মুক্তির প্রতিবাদ।
উন্মাদ ওরা উন্মাদ।
চিৎকার করে আওয়াজহীনে,
শব্দ দুষন করবে জেনে,
দেশ কাপায় দুর্নীতির নিনাদ।
উন্মাদ  ওরা উন্মাদ।
কীর্তি আজি ইতিহাস শুধু,
বাচার আশা মরিচিকা ধুধু,
লাশ হইয়ে হারায়  বাচার সাধ।
উন্মাদ  ওরা উন্মদ।
ক্ষতবিক্ষত মানব সভ্যতা,
ছেয়েছে সমাজ শিক্ষিত অজ্ঞতা,
অর্থের নেশায় বাড়ায় অপরাধ।
উন্মাদ ওরা উন্মাদ।
দুঃখ পুষে করে আপোষ
পণ্যের দরে গন্য মানুষ
চারপাশে শুধুই বর্ণবাদ
উন্মাদ ওরা উন্মাদ।
বাঁচে প্রাণ নিয়ে আকাশ এক ফালি,
মূর্তির বুকে ফুলের ডালি।
ধর্মের নামে অধর্মের আবাদ।
উন্মাদ ওরা উন্মাদ।