বসে আছো যার তরে
মনের রুদ্ধ দোয়ার খুলি,
অসমাপ্ত প্রেম প্রিতি
যত্ন করে তুলি,
কালের আবর্তনে বেরেছে
আজি সার্থের ঝর,
দুঃখের হোমানলে পুড়ে জেনো,
কে আপন কে পর।
মনের খেয়ালি হাওয়ায়
দোলা দিবে তার স্মৃতি
কেবলি মুছেছ যারে
অভিমানে ভুলে প্রিতি।
আজিকার নতুন সর্গ তোমার
সুখের আভিসার,
প্রাপ্তি সেথায় ধুলায় লুটায়
স্মৃতির হাহাকার।
সবে ভুলে জল মুছে
একটু বাচার আশা
কচি সে মুখের পানে চেয়ে
জীবন তরীতে ভাসা
দিনের শেষে রাত আর
রাতের পরে দিন,
জীবন চলে সপ্ন বুনে
মনকে করে ৠন।