আবার জন্ম নিলে কোন এক বিবর্ণ পাড়া গাঁয়,
যেথা রাখালের  সুরে  হিজলের বনে ঘুঘু গায়।
পুকুর ভরা মাছ আর ঝাকঝাক বুনো হাস
ফুলের বনে দোলা দেয় মৃদু দক্ষিনা বাতাস।
তারা ভরা রাত, পূর্ণিমা চাঁদ  আকাশের পার,
এত পেয়েও জীবনে পাওয়ার লোভ কেন বারবার!


আবার জন্ম নিলে কোন এক বিবর্ণ পাড়া গাঁয়,
ঝিলের জলে শালুক কড়ায়ে ঘরে ফিরে সন্ধায়,
বিবস্ত্র শিশুটির গায় হাত রেখে ফেলি অশ্রুজল,
চাপা কান্নায় নিভে কি কভু  দুঃখের অনল!
হাতের কাছে আছে শুধু  কুৎসিত আধার
এত কষ্টেও জনমের লোভ কেন বারবার!