হয়ত একদিন স্মৃতির খাতায় অনেক নাম,
ভুলে যাওয়া কোনক্ষন পৃথিবীর ধুলোয় ঢাকা পরবে,
তক্ষন দীর্ঘশ্বাস  ফেলে ভেবে দেখো,
অসন্মানের ভাললাগায় কেউ ছিল কিনা?
যত্ন করে বুকের উপর হাত রাখলে টের পাবে তার অস্তিত্ব,
আবার কোন অভিসার? কিংবা তার বুকে মাথা রেখে
পরম পাওয়ায় তৃপ্তির নিশ্বাস!
হয়ত সময়ের কাছে অসহায়।
স্মৃতির অবগুণ্ঠন খুলে দখিনা হাউয়ায়-
তবু  বসে থাকবে তুমি, দুর নক্ষত্রের পানে।
রুপালী চাঁদের আলোয় দেখো তার মুখ-
জলে ছলছল  নয়নে।