কাকন তোমার হাতগুলিতে বাজবে রিনিঝিন,
ভাবছি ভেবোর আসবে সখি এমন কোনদিন!
দিনের আলো পারি দিবে সাঝের খেয়া নায়,
আলো ছায়ার লুকোচুরি সাদা বকের গায়।
ঝিলের জলের শাপলাগুলি ক্লান্ত যখন হেসে,
কদম কলি  ব্যস্ত যেন ফুটবে আপন বাসে।
অপার চোখে তাকিয়ে থেকে কাটবে মধুরখন,
সপ্নবনে সপ্নদের তাই অবুঝ আয়োজন।
তখন তুমি ছল করে নয় একটু খানি হেসো,
রুদ্ধশ্বাসে চমকে দিয়ে বলবে ভালবাসো।