ধুলায় লুটানো স্মৃতি আমার ধুলার বুকের গান,
কবেই যেন হারিয়ে গেছে করে সুখের অবসান।
আঙিনায় কাটা ধানের আটি আজও পরে রয়,
সব ছেড়ে গামছা বেধে নামার নেই সে প্রত্যয়।


মনে পরে আজো অনাহুত সেই মেঘের গর্জন,
যতটা না কেঁপেছে পৃথিবী কেঁপেছে আমার মন।
সুনালী  ধানের আটি যেন পরে রয়  রাশিরাশি,
তরা দেখে মোর মেঘের মুখে বিদ্যুৎ উঠে হাসি।


ভাসে মেঘ, ভাসে দিকভ্রান্ত ধুসর বলাকার ঝাক,
শালের শাখায় মর্মর বাজে, বাজে সন্ধার ঢাক।
আধার ঘনায়ে আসে, বৃষ্টি ভিজেয়ে দেয় ধান,
তারপর  এক মহাশূন্যতায় বেচে থাকে প্রান।