আবার যদি আসে কোন নিঃসঙ্গ রাতে
ডাকে মোরে চুপি ইশারায়।
পুলকিত হবে মন হাসনা হেনার সুরভীতে
প্রদীপের বুক ধুকুধুকু লজ্জায়।
অসংখ তারা ঝরে পরবে সে রাতে
পুর্নিমা উকি দিবে জানালায়।
চোখের ভাষায় কথা হবে তার সাথে
জীবনটা সময়ের কাছে অসহায়!
বৃষ্টির শব্দে নপুর বাজবে সে প্রাতে
বিহঙ্গ মন ফিরবে ঠিকানায়।