আমি তাকিয়ে আছি-
অপলক তাকিয়ে থাকায়,
পথ চলে যাচ্ছে অনাদি কালের দিকে
যেন তার শেষ নেই।
আমার তাকিয়ে থাকাও নিয়ন্ত।
এক ফালি মেঘ সেই কখন
হাড়িয়ে গেছে দুর অজানায়,
আমার অপেক্ষা তার ফিরে আসায় নয়
আমার প্রতিক্ষা তোমার ভুল পথে  ফেরা,
যে পথ মিলে গেছে আমার পথের বাকে।
এ যাত্রার শেষ নেই-
ক্ষনিক দেখা তারপর আবার চলা
অসিমের দিকে চলে যাওয়া,
পিছনে পরে আছে সুমহ ক্রন্ধন
যা হিংস্র সভ্যতার কাছে শুধুই হাঁসি।
অসংখ্য ফাঁসির দড়ি ঝুলছে,
আর নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে বুলেটের আওয়ায,
আমার তাকিয়ে থাকা সেই ঝুলে থাকার দিকে,
লাশগুলি আমার দিকে তাকিয়ে হাসছে,
যেন মৃত্যু আনন্দের আর বেচে থাকা  অপরাধ।