তুমি সেই হারিয়ে যাওয়া সময়ের ঠিকানায়,
আবার এসো ঝরা পাখির পালক জরিয়ে গায়।
নিরিব পৃথিবীর বুকে যত গোপন আহবান,
ভাষা  হইয়ে ডেকে ফিরে মেঘের মুখের গান।
নিরব চলা নদীর জলে ভাসে সকাল সাজে,
আর দুটি মনের দুরত্য শুধু নষ্ট সময়ের মাঝে।
চাঁদের রঙিন আলোয় যখন রাঙিয়ে দিবে ধরা,
সবই রবে আগের মত শুধু, তুমি আমি ছাড়া।