আমি অশ্রুজলের দুঃখ নদী
ব্যথায় ভরা খাদ।
কিশোরী চোখের নিদ হরা ওই
পূর্ণিমাতে চাঁদ।
আমি সাগরতীরে বালুর বুকে
লেখা কোন নাম।
সস্তা দরে কিনতে পারো
নয়তো অনেক দাম।
আমি গলায় মালা বকুল ফুলের
গন্ধে পাগল করা।
তোমার ঠোটের দুষ্ট হাসি
নেশায় মাতাল করা।
আমি বরষাস্নাত কদম ফুলের
শিরায় শিহরণ।
বৃষ্টিধারা সঙ্গী করে
হৃদয় করি হরন।
আমি অস্তপারের সন্ধ্যাতারা
সাঝঘরেতে প্রদীপ।
নিরংশু ওই রাতের চোখে
জোনাক জ্বলা দীপ।
আমি জোছনায় ভেজা রাতে
তারার মিতালী,
ধুমকেতু সম আকাশের বুকে
সহসা উঠি জলি।
আমি রাখালের মুখে সুরহীন
গান সাঁওতালী।
বিস্ময়ে কাপানো হৃদয়
উল্লাস হাততালি।