হৃদয় গগনে আপন মগনে ছলছল কাজল নয়নে,
বিষাদের দুরন্ত কালবৈশাখী আঘাত হানে মনে।
তুমি হাঁসির ছলে কান্না দিয়ে মুখটি ঢাকো লাজে,
ধুলায় লুটায় শৈশব যেন শুকনো পাতার ভাজে।
তোমার দুরত্য অসীম  পার করতে পারে মেঘ,
আর থাকবে শুধুই চোখের জল, দুঃখ, আবেগ।
আশান্ত মন বিষণ্ণ দিন বৃষ্টি হইয়ে আকাশ কাঁদে,
কাজের মাঝেই খুজি তোমায় নিরব আর্তনাদে।