কাদামাখা শিশুদের দল করে চিৎকার কোলাহল আনে সন্ধাবেলা,
আযানের সুর বাজে সুমধুর, এমনি আকুতি ভরা ডাক যায় না ফেলা।
নিভো নিভো দীপ ধিকিধিকি জলে আর  আধারের কানে কানে বলে,
দেখনি ওই বাঁকা  চাঁদের কালিমা আঁকা আমারি দুঃখের কাজলে!
শিয়রে প্রেয়সী আচলে মুখ ঢাকা, টুকটুকে গাল লাজের আলতা মাখা,
আধো নম নয়নে  দেখা, কিছু খুলা কেশ তার  কপোলে এঁকেছে রেখা।
নিবিড় ঘন ওই বাঁশঝাড়ে থোকা থোকা জোনাকের বসেছে মেলা,
আকাশের বুকে সুখে কি বা দুঃখে  সাথি হইয়ে জাগে চাঁদ  একেলা।