আমি দেখেছি দুটি স্বচ্ছ চোখ,
অসম্ভব প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
যেন সে মেঘের স্পর্শ ঝরনায়,
ভুল করে খুলা হাওয়ায়
প্রসস্থ আকাশের গায় আছরে পরা
দিকভ্রান্ত ধুসর মেঘের  চাদর,
সেই চোখেই কাঁদে যেন বর্ষার মেঘ।
মিথ্যে অভিনয় শুধু নিজের সাথে,
নতুন স্বপ্ন বুনে ভোরের প্রত্যাশায়।
হাজার সংবাদ রটে পাতায় পাতায়,
শুধু অগোচরে থাকে সেই দুটি চোখ।