কেন কাঁদে আঁখি আজো বারবার
দেখনি কি অস্ত রবি আঁধার আনিলে
চাঁদ হাসে করে তার উপহাস,
ঘুচায়ে আঁধার আবার আসিবে নতুন আলো
হাসিবে পৃথিবী ভুলিবে আস্তপারের কথা,
দিপ্ত শিখার প্রদীপ হাতে বন্ধু আমি একা,
পথ হারানোর ভয় নেই, হয়ে রব ধ্রুব তারা।
চঞ্চলা মন অঞ্চলে ঢাকি নিরব যামিনি জাগা,
যে গেছে চলে ফিরেবে না আর-
শত অনুরূধ,  শত অনুনয়,
কিছুতে যাবে না বাঁধা।