এক রঙের পোস্টারে ছেয়েছে শহর।
গলির মুখে শোনা যায় হুংকার।
মিছিলের সুরগুলো সব যেন,
একই সুর।


তবুও আশায় থাকি
আসবে নতুন ভোর।


শহরে শীত নেই
বালকের অযথাই হুডি, জ্যাকেট
জুতা, মুজো পরিধান।
কেমন ডামি শীত!
শীতের অভিনয়।


আসলে শীত নয়
তবু্ও পৌষ  মাস
বয়ে যায় শহরে।