চোখ জুড়িয়ে শীতল হয়, দেখি যখন ছায়া
মনের গহীন পূর্ণ যে হয়, শান্ত হয় কায়া
আহা, তোমার কতো রুপ, রুপে কতো মায়া!


পাখ-পাখালি, ফুল-বনানী, অবিরত ধারা
বৃক্ষ,তরু, গুল্ম-লতা কিংবা পাতা ঝরা।
মাঠের পরে মাঠ গো তোমার
ফল -ফসলে ভরা।


মাগো, তোমার দিঘির পরে
মানিক-রতন হাসে
দেখো তোমার পুকুর জুড়ে
পদ্ম- শাপলা ভাসে।


দিগন্তের ঐ বুক জুড়ে সবুজ-শ্যামল ছায়া
তোমার মুখে ইশ্বর, দিয়েছে কতো মায়া।


বাংলা মায়ের ষড় ঋতু
রুপের তো নাই শেষ
ভালোবাসি প্রিয় মা
তুমি আমার দেশ।