ট্রেনে অহেতুক কতো লোকের ঠাসাঠাসি
শোভন থেকে স্নীগ্ধা
বার্থ,কেবিনে হাসাহাসি।


চা,সিগারেট,
পান,চকোলেট
পত্রিকা ম্যাগাজিন
অফিস পাড়ার যাত্রীরা প্রতিদিন।


অথচ,তোমাকে
দেখিনি কতোদিন!


কিসে চড়ে যাও তুমি?
হেলিকপ্টার, বিমান?
মাড়াও না ভুমি!


রোজ কতো কাগজে,
সোশ্যালে ভাইরাল।
তুমি কই?
দেখি না কতো কাল।


বঙ্গদেশে নেই,
আছো তো পৃথিবীতে।
নেই তুমি চাওয়া,পাওয়ায়
নেই কোন দাবিতে।


তবুও একদিন
সন্ধ্যের আড়ালে
এসে তুমি নিরবে
দুয়ারে দাড়ালে।


হাতে নেই অবসর
যেতে হবে বহুদূর
ছেড়ে এই
বাড়ি ঘর।