বিষন্ন চারিদিক , বিষন্ন আজ
আকাশ।
গূড়্গূড় শব্দিত , যেনো উদম বাতাস।


প্রলয়ের হুংকারে কাপে বুঝি ,
পথ-ঘাট তরু।
তবুও এখানে আজ প্রনয়ের শুরু।


নীল শাড়ি, লাল টিপ,
ভেজা তোমার চুল।
সেই সব ভেবে আবার
হচ্ছি যে আকুল।


পিচ ঢালা পথ, বৃষ্টিজল আর
তোমাতে একাকার।
আমার এই মন
টা যেনো ডুবে যেতে চাইছে সেই
বৃষ্টিস্নাত তোমাতে আবার।