ফাগুন এসেছে ঠিকই ,
বসন্তের ফুল গুলোও
ফুটেছে পাঁচটি  বছর ধরে ।
কেবল ,আসেনি প্রিয় প্রজাপতি;
একটি মুহুর্তের তরে।


খেলায় মেতেছে প্রিয় মেঘ
যতো,
নেমেছে অঝর ধারা।
শোনোনি কেবল ডেকেছি কতো,
হয়েছি আত্নহারা।


ভ্রমর ঠিকই ছুয়েছে কলি, বাবুই
গড়েছে বাসা।
কৃষ্ণচূড়া রয়েছে ঠিকই শুধু
নিচে দাঁড়িয়ে নেই আশা।


আশার ভেলাটা আজ আকাশে,
উড়ছে ,উড়োজাহাজের বেশে।


নিশি শেষে জেগে দেখি তুমি নেই
শুধু পাশে।