পৃথিবীর বাঁকে বাঁকে, তরুলতার
শাখ শাখে।
বর্ষা মেঘে ,
কিংবা কনকনে মাঘে।


কে যেনো ওগো ? ফাগুনের মতো
ডেকে যায় আমায়,
চেনা নামগুলো ধরে যতো।
পৃথিবীর পথে,
ছায়া কিংবা  , ভীষণ রোদে।


কি যেনো দোলা দিয়ে যায় এই
আমাতে ?
হোক না যতো, বৃষ্টি ওগো।
একাই আমি পারবো তাই,
ডেকো না ওতো!


তারাদের মিছিলে, জোনাক
ক্ষুদ্র।
তাই বলেই কি তার
হবে নাকো যত্ন?


পৃথিবীর বাঁকে বাঁকে  তরুলতার
শাখে শাখে।
তবু ও কে যেনো অনেক মায়ায়
আমায় রাখে ।
বর্ষা মেঘে ,
কিংবা কনকনে মাঘে।