সবুজ ধানের ক্ষেতে লাল টকটকে রবি
বাংলাদেশের নিত্য দিনের ছবি।


গ্রামের পথে, ভোর সকালে
কৃষকের দল ছুটে।
বষন্তে ফুল বাগানে ভিন জাতের
ফুল ফুটে।


শীতের রাতে ঘাসের বুকে,
জমে শিশির কনা
নদী দিয়ে বাংলার বুকে আঁকা আছে আল্পনা।


ক্লান্ত পথিক বটের তলে ছায়ায় জুড়ায় দেহ;
বাংলার আকাশে নীল দেখেনি , এমন তো নেই কেহ।


বাংলার কেও মেলায় যায়নি; কথাটা বেমানান!
বাঙ্গালি যে উৎ্সব প্রিয়;
মেলা-ই তার প্রমান।


গ্রাম্য বধূর নোলক টা ভাই
সরলতার অনন্য উদাহরন।
বাঙ্গালি সব্সময়-ই অতিথি পরায়ন।


সব বাঙ্গালির রক্তেই আছে
বাংলার জন্য প্রেম-ভালোবাসা
বাংলা কে আগলে রাখবো
এটাই মোদের আশা।