একুশ কেবল তারিখ নয় গো,
একুশ মানেই চেতনা।
একুশ মানে,
যত্ন করে লুকিয়ে রাখা যাতনা।


একুশ কেবল ফাগুন নয় তো,
একুশ মানেই বেদনা।
একুশ মানে,
রক্তে রাঙা রাজপথের ঐ আলপনা।


একুশ কেবল মিছিল,বুলেট
বরকত ,রফিকের আর্তনাদ।
একুশ মানেই
বায়ান্নের ভয়ানক সেই কালো দাগ।


একুশ দিলো মুক্তির স্বাদ
'মা' ডাকার অধিকার।
আড়ালে তার স্বপ্ন ছিলো
ছিনিয়ে আনবে স্বাধীকার।


একুশ মানেই মাতৃভাষা
একুশ মানেই বাংলা।
একুশ মানেই শফিউরের
রেখে যাওয়া আমরা।