কেউ কথা রাখেনি বলে কোন আক্ষেপ নেই,
কতো কথা নিমিষেই ভুলে গিয়েছি আমিও!


কতো নাম,কতো কবিতার লাইন
কতো আকাশ, কতো ভেঙেছি আইন।


কতো মেঘে,কতো জলে
কতো নদী, কতো অনলে


ভুলেছি বিকেল ঘুরি,পাখিদের রঙ
খেলেছি,ভেঙেছি, কতো কতো মন।


অপেক্ষায় নীল হয়ে যাওয়া মুখ
বরষায় সরোবরে ভাসতে দেখেছি সুখ।


কৃষ্ণ কাবেরী জলে,
ফেলে এসেছি ভুলে।
কিংবা, ইচ্ছায়
গভীর প্রণয়ের স্বাদ।


অপেক্ষায় থাকেনি কেউ
মুখ টা করে বিস্বাদ।