বন্ধুরা ছড়িয়ে পড়েছে দিক, দিগন্তে।
হয়তো আমিও চেয়েছিলাম কোন এক দিন
ছুটে চলে যাই-


ওপারে সমুদ্রের; বরফের নদীতে
যেখানে আকাশ , নুয়ে পড়েছে জলে,
যেখানে রমনী, যেখানে রাত রয়েছে আলোয় ভরা।


কিন্তু, একটা করে ফাগুন এসে
ভুলিয়ে দেয় সব।
একটা করে পাতা ঝরে,ধূলি উড়ে,
উড়ে যায় সাদা বক, ধানশালিকের দল।


পেটে ভাতে কেটে যায় দিন, মুগ্ধ নয়নে দেখি আকাশ,
দেখি নদী, ঘাস, তরু।
বারো মাসে একবার-হয়তো নোনা জলে, কিংবা পাহাড়ে
অথবা পাথর যেথা আছে সাদা জমা।


একটা করে ফাগুন আসে
চারিধারে কতো ফুল,কতো রং,কতো মায়া!
নাম না জানা ফুলের সুবাসে
বৃক্ষে শীতল ছায়া।