পাশাপাশি থেকে যাওয়া মানে
নক্ষত্রের মতো দূরত্বও হয়!
রেললাইন পাশাপাশি
বয়ে যায় অনন্তকাল
তবু,যেন হাজার মাইলের ব্যবধান।


তারচেয়ে পুরনো ষ্টেশন
ঢের ভালো!


ওখানে শ্যাওলার স্নিগ্ধতা
একাকীত্বের নির্জনতা
পুরনো বেড়ে উঠা গাছের সারি
রোদ ছুয়ে দেয়ার গল্প।


এখানে কখনো প্রেমিকার স্পর্শ
কাঙালির রাত্রিবাস
কিংবা,অরণ্যের পাখিদের
আপন নিবাস।


মানুষের স্মৃতির দেয়ালে
কতো শত গল্প,কতো না বলা কথা।
কতো প্রেমের সমাপন,
বন্ধুর চলে যাওয়া।


হঠাৎ শত,সহস্র বছর পরে
স্মৃতির পাতায় চোখ পড়লে
ভেসে উঠে পুরনো সাইরেনের সুর
সূর্য ডোবার গল্প,অথবা ভোর।


এখানে, একদিন প্রাণ ছিলো,গান ছিলো
বিদায়ের অজস্র গল্প ছিলো
রাত্রি নিশিথে স্বজনের আহাজারি ছিলো।


কেউ মিলন,বিরহ,সংকটে হয়তো
কোনদিন
এই ভাঙা ষ্টেশনের কাছে তার,আছে অনেক
ঋণ।