এখন সবকিছু কতো সহজেই আসে!
এই যেমন ধরো- স্মৃতি আসে,ছবি আসে
আসে কতো স্বপ্ন।

আসে না কবিতা,আসে না কোন লেখা;
নীল খামে তোলা যত্ন।

মেসেঞ্জারে টেক্সট আসে, মিউচুয়াল ফ্রেন্ডে তুমি আসো
কেবল তোমার টেক্সট আসে না।

ভারত, রাশিয়া,আমেরিকার খবর পাই,
তোমার খবর পাই না।
অনলাইনে খাবার কিনি , রেষ্টুরেন্টে যাই না।

গুগোল সার্চে সব পাই, ইউটিউবে রেসিপি
চুলের গন্ধ পাই না কোথাও, পাই না তোমার অবিকল কপি!

কতো কিছু পাই কেবল তোমায় আমি পাই না,
য্ত্রতত্র আগের মতো এখন আমি যাই না!