’আমি মৃত্যু বলছি’
****************


তোমার যে আমি অগোচর আজন্ম সখা,
দূর থেকে ছুঁয়ে যাই তোমায় আদরে,
বেখেয়াল তুমি; জড়াই না আলিঙ্গনে;
সাথের সাথী তব, তবু মোরে চিন না?


ডাকি তোমায় প্রতিদিন অভিসার তরে
হেথা নহে, বহু দূরে কোন অজানায়,
অশ্রুত সুরে দিবানিশি বাঁশরি বাজাই;
সাড়া তুমি নাহি দাও, ফিরাও আমারে।।


সময়ের তরে সময় নাও কিছুকাল আরো,
জগতের রূপ-রস-রঙ্গ-মদে বিভোর মজে
আমুদে!, প্রমোদ-কাননে খেল যত পারো;
ভুলো না তবে যাব মোরা সাথে নিঃসীমে!।।


অজান্তে একদিন জড়াব তোমায় মমতায়
জননী যেমন জড়ায় বক্ষে জঠর-মানিকে;
ছিনিব সবা’ থেকে, যদিও সংসার মায়ায়
লোকান্তরের জিন্দানে লুকাব যে চিরতরে!।।


অনুভবে আমি তব নীরবে, সরবে নাহি!
আমি তোমার বিহার-বিস্মৃত মৃত্যু বলছি!


রচনাকাল: ২১/০৯/২০২৩ ইং (রোজ বিষুদবার, রাত সাড়ে ৭টা)