ইতিহাসের পথ বেয়ে আমি বারে বারে আসি
সন্তর্পনে আমি যুগ হতে যুগান্তরে পশি।
আমি হৃদ-হাহাকার সন্তান-হারা মাতৃত্বের,
আমি অসহায় মর্ম-জ্বালা রুজিহীন পিতৃত্বের।
আমি অভিশাপ শহীদ পিতার অনাথ সন্তানের,
আমি আহাজারি তাবত মজলুম মানবের।
আমি জীবন-ঘানি-টানা শ্রান্ত মেহনতির তপ্ত নিশ্বাস,
আমি শাস্ত্রীর সত্যান্বেষণ, দ্রষ্টা মুণির অটল বিশ্বাস।
আমি ক্ষুধা-রাজ্যের দেবশিশুর মরন-আর্তি-ধ্বনি,
আমি আগ্রাসন-পঙ্গু হতভাগা জাতির দুঃস্বপ্ন-রজনী।
আমি যুগ-যুগান্তরের পূঞ্জিভূত ভয়াল বেদনা
আমি লক্ষ-কোটি বনি আদমের কাম্য সাধনা।
আমি বিঘোষিত সাহসী সৃজনের উচ্চারণ,
আমি পশুত্ব-হরা মানবতার বিশুদ্ধ রূপায়ন।
আমি কালান্তরের তাবত অন্যায়ের রাহুগ্রাস,
আমি উচ্ছৃংখল, বন্ধনমুক্ত তারুণ্যের দুঃসাহস।
আমি ধর্ষিতা নারীর আরশ-কাঁপানো চিৎকার,
আমি বারবার হক-বঞ্চিতের আত্নঘাতী হার।
আমি নিষ্পেষিত স্বাধীনতার বোবা চাহনি,
আমি বিচার-প্রহসনের মর্মন্তুদ কাতর গ্লানি।
আমি ধম্ম-লেবাসের আড়ালে শয়তানির বিকৃত চেহারা,
আমি অন্ধ সাম্প্রদায়িক মানসের বিষাক্ত ছোরা।
আমি আলোর মাঝে আঁধার, সয়লাবে মরীচিকা,
আমি সভ্যতার অভিশাপ, শিল্প-অশালীনতা!
আমি জাতি-বিদ্বেষের রক্ত-হোলি, নর-পিশাচ-বৃত্তি,
আমি প্রেমাভিনয়-যাতনা, ভন্ডামির ধম্ম-নিক্তি!
আমি রবী ঠাকুরের ‘নির্ঝর’ নজরুলের ‘অগ্নিবীণা,
আমি সুকান্তের ‘ছাড়পত্র, ইকবালের ‘শেকওয়া।
আমি দ্রোহের মারনাস্ত্র, আমি মানি না কোন অংক,
আমি ত্রাস, আমি হুংকার, আমি বিদ্রোহী-আতংক।
আমি হাতুড়ি-শাবল মজদুরের, লাঙ্গল-ফলা কৃষকের,
কালাশনিকভ ন্যায়যোদ্ধার, আমি মেশিনগান সৈনিকের!
আমি টিপু সুলতান আর ফকির মজনুর চেতনা,
আমি ক্ষুধিরাম আর মোঙ্গল পান্ডের মুক্তি-বন্দনা।
আমি আলীর জুলফিকার, হোসাইনি তলোয়ার,
আমি হারকিউলিসের মহা বাহু, শেরে পেশোয়ার।
আমি শূদ্র-রুদ্র, আমি পাদ্রী-র‌্যাবাই, আমি যবন-শ্রমন,
আমি কোটি শতাব্দীর আদম-লহুর মহা সম্মেলন।
আমি মহা চৈতন্য, ধ্বংসোত্থিত ফিনিক্স-গতি,
আমি মহাসিন্ধুর গভীরতা, বিধাতার বিস্ময়-জ্যোতি।
আমি অচলায়তনের মৌনতা, আমি পবন-ক্ষিপ্রতা,
আমি জলধি-জোয়ার, আমি আসমানের বিশালতা।
আমি লড়িব, মারিব, মরিব, আমি ভাঙ্গিব নস্ট সবি,
আমি যোগি, আমি ধ্যানাদ্রি, আমি বিনাশ-সৃজনের কবি!
আমি জিনিয়া মানব-হৃদয় সৃজিব নতুন বিশ্ব,
আমি ফুটাব শান্তি-মরূদ্যান, স্থাপিব ন্যায়-সাম্য ।
আমি জাহানময় প্রচারিব ‘অহিংসা-পরম-ধর্ম, বাণী,
মর্তে রচিব স্বর্গ, আনিয়া মানব-মুক্তি বিদূরিব গ্লানি।


৩/৪/২০২১ ইং, শনিবার