কেন চারিদিকে এত যাতনা
কেন সাধের এত স্বপ্ন-ভঙ্গ?
এত কেন স্বজন-বিরহ-কাতরতা
কেন এই বর্বর আদিমতা?


নিমেষের সুখ তরে জগতে
কেন এই দুরাচার অবিচার?
কেন এত অকারণ লহু-খুন
এত সংসার কেন ছারখার?


কেন ভাই এত জড়-আরাধন,
এত লিপ্সা, ভোগ-আয়োজন?
কেন অশ্লীল নগ্নতা শিল্প নামে
কেন এই ইচ্ছান্ধতা সত্য-বরনে?


কেন ভাই এই নিস্প্রাণ উপাসন
আত্মার কেন এত অবনমন,
কেন মিথ্যার এত পরিশীলন?


তোমার আমার বিশ্বাসে বিধাতা
মার্গ বহু তবু তো তার সনে বাঁধা।
কেন তবে এই অলীক মেকিপনা,
এত যোজন বিভাজন আর হিংস্রতা?


কেন এই অবিরাম ধেয়ে চলা
উন্মাদের মত উদ্ভ্রান্ত হয়ে,
কেন ভেতরের মানিক ছেড়ে
অনিত্য মায়ার সুখ সন্ধানে?


আর্তের চিৎকারে কেন আকাশ ভারি,
অকারণ খুনে কেন লাশ সারি সারি?
কেন দাসত্বে শোষণ কমজোর দুর্বলে,
কেন রাহুগ্রাস লহু-পান মজদুরে?


কেন জাতিভেদের এই মহা সমর,
কেন ধর্মের নামে এত রক্ত-কবর?
কেন মানবতার এত বলিদান,
কেন মহাপুরুষের এত অপমান?


কেন ছদ্মবেশী এই ধূর্ত প্রতারণা,
সখা-বেশে এত বিশ্বাসঘাতকতা?
কেন মায়াবী এত খল ছলনা ?
এত প্রেম তবু মিথ্যা বন্দনা!?



রচনাকাল: ২৬/০৮/২০২২ ইং।