আমি হতে চাই
     কলমে-এম নজরুল ইসলাম
*************************
আমি হতে চাই আকাশের অবারিত নীলিমা,
মেঘের পরতে পরতে আবছা স্বপ্নের মতো;
আমি হতে চাই কেতকী বনের উদাসী হাওয়া,
মুকুলের ভাঁজে ভাঁজে সুপ্ত সুরভির মতো।।


আমি হতে চাই ফসলী মাঠের অখন্ড সবুজিমা,
ফসলের গায়ে কিষাণের সরল হাসির মতো;
আমি হতে চাই গাঁয়ের মেটো পথে তরু তনিমা,
নিদাঘ-ক্লান্ত পথিকের মাথায় ছায়ার মতো।।


আমি হতে চাই রাতের আকাশে তারা-জ্যোতি,
মায়ের কোলে শিশুর অপলক চাহনির মতো;
আমি হতে চাই ধানী জমিনের দীঘল বিস্তৃতি,
বাংলা মায়ের পাতা স্নেহের আঁচলের মতো।।


আমি হতে চাই শত নদ-নদীর নিত্য জলধার,
বাংলার হৃৎপিন্ডে বহা রক্ত প্রবাহের মতো;
আমি হতে চাই পরিযায়ী পাখির উড় সাঁতার,
বাংলার হাওরে মন-হারানো সুরের মতো।।
--------------------------------------


তারিখ: ০২/১২/২০২৩ ইং