আঁজলা ভরে দেবো তোমায় একমুঠো কবিতা
কবিতায় মোর আছে যে অধরা ভালোবাসা
আছে আরো মোর স্নিগ্ধ আদুরে স্বপ্নখানি
রচিনু তাহা তোমার তরে জানে নির্ঘুম যামিনী।।


বয়সের ভারে হয়ত হয়ে যাবো ন্যুব্জ-দেহ
বলিরেখা-ভাঁজে হারাব হয়ত সটান সৌন্দর্য
কবিতায় তবে মোর রাখিব ধরে প্রেমোষ্ণতা
নেবে তাহা তুমি, মোর একমুঠো কবিতা?


কবিতায় দেবো অমরত্ব, হারিয়ে দেবো সময়ে
কহিব কথা অনুখনে তোমার সনে সংগোপনে।।


প্রয়াণোত্তর স্বীকৃতি মোর কর্মের নাহি প্রয়োজন
চাই শীতের শবনম-সম কবিতায় আলতো পরশন
নেবে মোর কবিতা? করিনু যতনে তাহা বিরচন।।


এসরাজের সুরে সেঁধেছি মোর সাধের কবিতা
সেতারের তারে তারে বেঁধেছি যে তার তান
কলমের কালি-ঝরা শব্দে গেয়েছি যে গান
শুনবে তাহা তুমি একমুঠো মোর কবিতা?


কবিতায় মোর গেঁথেছি কোমল পরশের মালা
ফুটিয়েছি পলাশ, কামিনী আর লাল কৃষ্ণচূড়া
পুষ্পিতা কবিতায় হিমেল ছোঁয়ার কোমলাভা
ছুঁবে তাহা তুমি বারেক মোর একমুঠো কবিতা?


কবিতার ছন্দে-সুরে প্রেম রহিবে চির-যৌবনা
নেশার ঘোর কাটে তবে জিইয়ে র’বে কামনা
রইবে ঘিরে তোমায় মোর আদৃত কাব্যখানা
রাখিবে তুমি আদরে একমুঠো মোর কবিতা?


তাং- ১৪/০৯/২০২২ ইং, বুধবার। স্কুলে অবসরে।।