অনেকদিন দেখি না তোমায়,
হে সভ্যতা, তুমি কোথায়?
সভ্যতা! তুমি লুকিয়েছো লাজে?
বড্ড একা হয়ে গেলে মানব-সমাজে?
ইতিহাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে,
ক্লান্ত হয়ে পড়েছো বুঝি
আমাদের এইখানটায় এসে?
তবে জানো কি সভ্যতা? আজ তোমার জায়গায়
বিচ্ছিরি এক নগ্নতা চারিদিকে হাত বাড়ায়।
এইখানে জানোয়ারে-মানুষে কোন প্রভেদ নাই,
সভ্যতা! তোমার কদর করেনি ওরা, তাই?


বিচিত্ররূপে নোংরামির সবখানে আজ প্রকাশ,
হায়েনা-বৃত্তি আষ্টেপৃষ্ঠে বেধেঁছে এই সমাজ।
শিল্প-সংস্কৃতি-ধর্মের নামে চলে কত অপ কাণ্ড,
ভোগের মহোচ্ছবে হারালো সভ্যতার মার্তণ্ড ।

হে সভ্যতা, তোমার সহোদর শান্তি আর সম্প্রীতি,
নিরুদ্দেশ আজি, কারন নেই কোথাও তুমি।
আর কতদিন এভাবে তুমি হে সভ্যতা,
থাকবে নিখোঁজ, পাব না কোন সু বারতা?


কদর্যতা আর নষ্টতা আজ কুরে খাচ্ছে সমাজ-দেহ,
দূর থেকে তুমি চেয়ে চেয়ে বেদনার হাসি হাসছো?!
অভিমান-খেদ ছেড়ে তুমি এসো ফিরে
ওগো সভ্যতা, আবার আমাদের মাঝে।
রাজনীতিকের নীতি আর শিক্ষকের অনুশীলন হয়ে,
মুক্তচিন্তকের মানস আর সাধারণের আচরণ হয়ে,
এসো ফিরে তুমি সবার জীবনবোধের ভূষণ হয়ে।

০৮/০৪/২০২১ইং
রোজ বৃহস্পতিবার।