বেশ তো, বেশ তো, বেশ
করে যাও সব আরাম আয়েশ,
পুরে নাও জীবনের যত খায়েশ,
বিস্মৃত তুমি ভ্রমে গুরু-ফরমায়েশ।।


বেশ তো, বেশ তো, বেশ
খুঁজে বেড়াও সুখের সন্দেশ,
কর সুখভোগের তরে হা-পিত্যেশ,
জান আয়ু হবে তোমার কবে যে শেষ?


বেশ তো, বেশ তো, বেশ
অর্থের তরে ধেয়ান নিবেশ
যত চাও করো ধনের সমাবেশ,
খাবে তাহা কোনজন? আঁখি করো উন্মেষ।।


বেশ তো, বেশ তো, বেশ
দাপট আছে দেখাও তাই বেশ,
বুড়ো তবু কেন জোয়ানের বেষ?
মনে নাহি ধরে তোমার আপ্তোপদেশ?


বেশ তো, বেশ তো, বেশ
উপ-অভিসার যান বিশেষ!
লোকের লজ্জা নগ্ন রিরংসায় শেষ!
পাপ-পঙ্কিলতায় হায় জীবন হর-হামেশ।।


বেশ তো, বেশ তো, বেশ
শিশ্নোদর-সুখ-নেশার আবেশ,
নিশায় নষ্টামি আর দিনে দরবেশ!
আছেন স্রষ্টা, সব হিসেবের হবে নিকেশ।।



তাং-২৭/০৯/২০২২ ইং
(স্বরবৃত্ত ছন্দে)