জাগো রে বীর, নিদ্রায় আর কতকাল?
দেখ রুদ্ধ আঁখি মেলে হয়েছে সকাল।
বুলেট-ঝাঁঝরা-দেহের ত্রাহি ত্রাহি ধ্বনি
যৌন-দাসত্ব-বন্দী মায়ের নির্বাক গোঙানি
ফুটপাতে নিরন্ন শিশুর মরণ কাতরানি
কর্ণকুহরে যায় না তব যুগান্তরের সেনানী?


একশো-বিশে গতর-টানা আদমের কান্না
নব্য শ্রমদাস শেফালীদের বিষাক্ত যাতনা
লহু-পায়ী টাকার শকুনদের রক্ত নেশায়
কোটি ক্লিষ্ট জীবনের বলিদান অসহায়
তুমি কি দেখ না তবু, হে বিপ্লবের সন্তান?


ঐ যে পিশাচরা বসে আছে সুখ-কেদারায়
বলির আয়োজনে ক্ষমতার ভীম আখড়ায়
নর-মাংস-বুবুক্ষু হায়েনাদের নাই মানবতা
কবে আসবে হে মানুষের আরাধ্য ত্রাতা?


কালান্তরের গহবরে গত হল কত বলি
শুনেনি কেহ কভু আহাজারি ওদের জানি
যুগে যুগে মেহনতি মানুষের লাল লহু পানে
গড়েছে মেদল দেহ বসিয়া ওরা বালাখানে
তুমি কি আসবে না তবু হে বিপ্লব এইখানে?


রচনাকাল : ১৫/০৫/২০২২ ইং