জ্বলছে মানবতা
কলমে: এম নজরুল ইসলাম
*********************************
জ্বলছে মানবতা নরমাংস-বুভুক্ষুদের রক্ত-তৃষায়,
পুড়ছে শহর-গ্রাম শ্বেতাঙ্গ ফসফরাসের বোমায়।
ধর্ম-জাতি-বিদ্বেষে আজিকে দুনিয়া বিনাশ প্রান্তে,
মানব-পরিচয় আজ হচ্ছে খুন প্রতিদিন সীমান্তে।
দহিছে আজ ঈশ্বর গির্জা-মন্দির-প্যাগোডা তলে,
দেবশিশুরা আজ ভাসিছে বিকৃত রক্ত-গঙ্গা-জলে।
দেখ, নর-হায়েনারা মেতেছে রক্ত-হোলি-উল্লাসে,
রাক্ষস-রাজ দিচ্ছে তাল তূর্য নাদে হেসে হেসে!।
শকুনেরা আজ খুবলে খাচ্ছে জীবন্ত মানব-দেহ,
মানুষ নহে পিশাচ ওরা নিশ্চিত, নাহি সন্দেহ।
জাগো জাগো, প্রতিরোধ তরে বিশ্ববিবেক ত্বরা,
উঠ খালিদ-আলী, উঠ কালাপাহাড় আছো যারা।
দেশে দেশে যুগে যুগে অসহায় ভুগিছে যাহারা,
এসো তোমরা ফিরিয়া সিংহ-নাদে শুচিতে ধরা।
ছুঁড়িয়া ফেল কিতাবরাজি আর তন্ত্র-মন্ত্র-সাধনা
কী ফল তাহে, যদি তুমি-আমি মানব-ধর্ম বুঝি না?


……………………………


তারিখ: ১৪/১০/২০২৩ ইং (রাত ১১ টা)