হে খোদা, হে গড, হে ভগবান, ওহে ঈশ্বর
দীন-হীন আমি, মহীয়ান তুমি, তুমি অমর।।


এই অবলে দানো বল, করো হৃদ  উজ্জ্বল
মম বিশ্বাস করো অটল, সুপথে অবিচল।।


তুফান-ঝড়ে পড়ে যেন না হারাই হিম্মৎ
সংসার-ছলনা মাঝে আচরি মনুষ্য-পথ।।


সত্য-সন্ধান, সু-শীলন করো জীবন মকসেদ
মিথ্যা-মায়া নাশ, করো দিল মেরা সফেদ।।


শির নাহি নমে কভু যেন ভয়-রাজ হেরে
যুযে যাই আমৃত্যু যেন মিথ্যা-দানব সনে।।


সকল সৃষ্টি মাঝে পাই যেন তব রূপ-জ্যোতি
সেবি যেন সবে না বিচারি ধর্ম, বর্ণ, জাতি।।


দাও শক্তি, দাও মুক্তি, পূর্ণ করো এ মিনতি
গুরু-জ্ঞানীজনে নিবেদি যেন মান ও ভক্তি।।


সাহস যেন না টুটে মোর ভীষণ তিমিরে
সন্তরণ যেন রাখি জারি সব জীবন-চক্রে।।


যদি কভু লুটে পড়ি রণে নিস্তেজ হয়ে
বিধাতা মোর প্রাণ সঞ্চারো দেহ মাঝে।।


পুরাণের ফিনিক্স মত উঠি যেন বারেবারে
সত্য-ত্রিশূলে হানব আঘাত মিথ্যা-কুঠিরে।।


ভোগ আর লিপ্সা করো না আরাধ্য মোর
ত্যাগ আর সাধনার চর্চা হোক জীবনভর।।


তোমারি মহিমা গাহি যেন সকল কর্ম মাঝে
কভু না দহি যেন আত্ম-গরিমার শাপানলে।।


তাং-০৭/০৮/২০২২ইং