মুখোশের আড়ালে
          কলমে: এম নজরুল ইসলাম


খাঁটি হইল খাটো আজি,
                  মুখোশের দেখি জয়-রাজ।
পূজারী শুধু অর্চন-আচারে,
                 প্রাণের টান কোথায় আজ?
জ্ঞানী হইল ভাই নির্বাসিত,
                  মুর্খেরে বানিয়ে মাথার তাজ!
সুশীল বনিল বেকুব আজি,
                  বেয়াদবে আজ ভরেছে সমাজ।
মজলুম যত হইল অপরাধী,
                  জালিমে নিল রে বিচার-সাজ।
নারীরে বানাইলে ভোগ-পণ্য,
                  মা-বোনরে নাহি করি' লাজ?
মানবে দিচ্ছ রে বানররূপ,
                  শুনিয়া নাস্তিকের কল্প-ওয়াজ!
বিকাইয়া আপন রূহখানি,
                  সাজাইলে নিজেরে তৈলবাজ!
মসনদ-লোভে হও মতি-হারা,
                 হিত-কথায় রহ তুমি নারাজ।
দেখিতে-শুনিতে পারি না ভাই,
                 মনে বড় ব্যাথা জাগে আজ।।
‐-----------------------------------------


তারিখ: ২৮/০১/২০২৪ ইং