প্রিয়া মোর হবে?
-এম নজরুল ইসলাম
*******************
অতলের শান্ত তলে
মীনদের সীমা জলে
সাঁতরাব দুয়ে মিলে
তুমি প্রিয়া মোর হবে?


বাসিব ভালো কোমলে
দুলাব স্বপ্ন-দোলে
পাতিব আসন সু-নীলে
তুমি প্রিয়া মোর হবে?


রচিব কানন সিন্ধুবুকে
তুলব মণি ভূতল সেঁচে
গাঁথি মালা পরাব গলে
তুমি প্রিয়া মোর হবে?


মহারণ্যের সবুজ নীড়ে
বিহঙ্গ কূজনে বিথি মাঝে
হারাব মোরা শ্যামলে
তুমি প্রিয়া মোর হবে?


শত আলোকবর্ষ দূরে
আলোকিত ছায়াপথে
সাজাব ফুলের বাসরে
তুমি প্রিয়া মোর হবে?


আলোর ময়ূরপঙ্খী চড়ি
নিহারিব তারকারাজি
ভ্রমিব নিঃসীম মহাব্যোমে
তুমি প্রিয়া মোর হবে?


-------------------------


তারিখ: ০২/০৫/২০২৩ ইং