তুমিময় আমি
-এম নজরুল ইসলাম
********************
আমার আমিকে রিক্ত করি’ বাসি ভালো তোমায়
দেহ-প্রাণের তানে তানে তোমারি সুর বাজে,
শোণিত-সঞ্চারে লহরি’ উঠ তুমি রিমিঝিমে;
বিশ্বাসের নিঃশ্বাসে আছো তুমি মিশে যে মায়ায়।।


ভালোবাসা এমনি বুঝি দেহ-প্রাণের আবছায়ায়?
কখনো বিরাগ কখনো অনুরাগের রাগে,
কাছে থেকেও অধরা, ব্যাথা যে জাগে!
শীত-শীর্ণ পত্র-মরমরে মীড় যেমনি শুনায়।।


নিশুতি-জাগা পাখি হয়ে ডাকি তোমারে জ্যোৎস্নায়
বেখবর তুমি নিদ্রিতা শ্রান্ত শরীরে,
কোমল কপোলে চাহ শুধু পলাশ-পরশে;
জেগে জেগে আমি বাঁশরি বাজাই প্রেম-সুর-সাধনায়।।


প্রেমাকাশে তুমি আমার ছায়াপথ কোটি তারায়
উজালি’ চারদিক নিহারিকা হয়ে,
বিহ্বল আমি থাকি উন্মাদ চেয়ে;
দূরে থেকে তুমি আলো-ছায়া হয়ে কাঁদাও আমায়।।
............................................................
***লিমেরিক ছন্দে***


তারিখ: ২৯/০৯/২০২৩ ইং (রাত ১১:৩০ টা)