একদিন ছায়া বলল," শোনো, তুমি!
আমার থাকার স্থান নেই, আছে তবে ভূমি,
যেখানেই থাকি, তোমার সাথেই থাকি
কাটাতে চাই পুরো জীবন, আছে যত বাকি!
চলি তোমার সাথেই,  ভালোবাসি তাই
রাখবে না সাথে?  বাকি জীবনটায়?
আমি শুভ্র হলেও দেখতে পুরো কালো
আমি আঁধার হলেও  জ্বালতে পারি আলো
সাথে থেকে আগলে রাখি,  তোমার কি মত?
নাকি উড়বে আমার সাথে, এক পক্ষীরাজ রথ?"


আমি বললাম," শোনো গো ছায়া,
এ কি ভ্রম নাকি তোমার ছড়ানো মায়া?
হৃদয় ভাঙ্গা - গড়ায় ,গড়ছে আজ পুরোই,
আজ নিচ্ছি তোমায়, রাখবো,  হই যত বুড়োই
থাকবে না তুমি? বাঁচবো যত জীবন?
নাকি ছলনায় ভেঙ্গে যাবে আমার এই মন?
জানি তুমি থাকবে সাথে, এখন যে আছো!
সীমিত সময়ে আমায় তুমি অসীম ভালোবাসো!
শেষ হোক এই গল্প, না হোক কল্পনায়
তবে যেন শেষ হয়, এক রঙ্গিন আলপনায়!"