আমি এ কি ভাবি তার ভিত্তি নেই, জানো?
এই ছন্দের মাঝে তোমায় হারাই কখনো ।
বছর পূর্তি আর কিছুদিন বাকি, চিনি নি যে
নতুন নতুন আবিষ্কার তোমার ধরনে আমি যাই ভিজে
তোমায় চিনতে বেরোয় আমার ঘাম, তাও ভুল
এই টাকলার মাঝের ভুলে তার পড়ে যাচ্ছে চুল
প্রতিদিন, প্রতি মুহূর্ত , নতুন ভাবে পাই,
তুমি এই নতুনত্বে আমার নতুন আশায়
রয়ে যাও, এই গরীবের মনে, তীরের ক্ষতের মতো
প্রতি মুহূর্তের কাঁটার বিষচাকু ঢুকে দিচ্ছো যতো
আমি নিতে পারিনি, আমি হই বেসামাল
কিন্তু এরই মাঝে মিষ্টির তীরে আমি যে মাতাল
তুমি বারবার ক্ষত করছো এই বুকে, আমি হায়
আমি আধমরা সাপের ন্যায় বারবার জ্ঞান হারাই।
বিষচাকু দিয়ে করা আমার বুকের ছিদ্র দিয়ে
বায়ু বেরিয়ে আসে কত ক্ষোপ, অভিমান দের নিয়ে।
আমি শক্তের পথে গেলে তুমি কি ভয় পাও এই পাথর জলে?
আমায় ছিদ্রের সময় বিষচাকু ভোঁতা হয়ে যাবে তাই বলে?
আবার ফুলমধু নিক্ষেপ করে শক্তের পথে বাঁধা দাও
তারপরও যদি হাঁটি শক্তের পথে, কিভাবে যে আবার থামাও!
আমি থেমে গেলে পুনরায় ছিদ্র করতে ছাড়ো না
আমি অনুভূতির দাস, কেনই বা আমায়? বলো না?
আমি কি পুতুল, তোমার ছুরিকাঘাতে বাঁচি?
নাকি ভালবাসি বলে, এই যন্ত্রণাতেই আছি?
পাষাণ মন নিয়ে আমার মন গলাও নিষ্ঠুরভাবে
আমার মনের মৃত্যুতে তুমি, জানি, বহুদূর যাবে !
ছাড়তে সময় লাগবে না জানা কথা জানি
রাজ্য ছেড়ে হয়ে যাবে অন্যের মহারানী ।
আমার অভিমানে আমি খারাপ ছেলে তাই
তোমার অভিমান বলে, "তোমার দুঃখিত হওয়া চাই" ।
হাহাকার অস্থিরতা আমায় কাবু করেছে
তোমার বিষচাকুর ক্ষতে আমার মন ভরেছে
কম্পিত বুকে তুমি প্রাধান্য পেতে চাও বলে
তোমার বিষচাকু আমার বুকের অন্তে যায় গলে ।