আমার কম্পিত বুকে ছায়া যে কার?
আমি বুঝিনি কোনভাবে এর আকার !
তবে অনুভব কি ছাড় দেয় বলো?
নাকি তুমি অচিনপুরের,  তাই বলো?
আমি তাও বুঝিনি এর শব্দের কারুকাজ
নানা ছন্দে আমার মাথায় ঘোরে এক বিদ্যুৎ বাজ ।
শীতে কোকিলের ডাক, অদ্ভুত তাই
আমি হারিয়েছি কোন অচিন দ্বীপটায়
যেখানে সব  না জানা নিয়মে চলে
বুকের আওয়াজ এই কলকল জলে
প্রায়  হারিয়েছিলাম এসব মধুর রসে
পরে বুঝেছি, তুমি ছিলে পাশে বসে ।